তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর তরুণ উদ্যোক্তারাই পারবে এই ভবিষ্যৎ গড়তে। তাই তরুণদেরকে উদ্যোক্তা রূপে আত্মপ্রকাশে অনুপ্রাণিত করতে আইবিডি এন্টারপ্রাইজ লিমিটেড, মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্পের সহযোগিতায় নিয়ে এলো "নবীন উদ্যোক্তা"।

উদ্যোক্তা এবং বিনিয়োগকারী'র মাঝে একটি যোগসূত্র তৈরির প্রয়াস থেকে "নবীন উদ্যোক্তা"র সৃষ্টি। নবীন উদ্যোক্তা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একজন সম্ভাবনাময়ী নবীন উদ্যোক্তা তার প্রকল্প চিন্তা শেয়ার করতে পারবে। পরবর্তীতে তাদের এই উদ্ভাবনাময়ী প্রকল্পগুলো পেশ করা হবে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে। প্রকল্প বাস্তবায়নের যৌক্তিকতার ভিত্তিতে বিনিয়োগকারীরা যে কোনো প্রকল্পে বিনিয়োগ করতে পারবে। আমাদের বিশ্বাস সম্প্রতির বন্ধনে আবদ্ধ করে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে নবীনরাই হয়ে উঠবে একবিংশ শতাব্দীর মুক্তিযোদ্ধা।

মিশন
  • বাংলাদেশের তরুণ সমাজের মাঝে সহিংস উগ্রবাদ প্রতিরোধে উদ্যোক্তার গুরুত্ততা গভীর ও সুনির্দিষ্টভাবে তুলে ধরা।
  • তরুণ সমাজকে তার সম্ভবনাময় উদ্যোগ উপস্থাপন ও বাস্তবায়ন করার জন্য একটি মঞ্চ প্রদান করা।
  • সহিংস উগ্রবাদ প্রতিরোধে বাণিজ্যিক/ব্যবসায়িক উদ্যোগের গুরুত্ব সম্পর্কে তরুণদের অবগত করা।
  • বাঙালি তরুণদের মধ্যে নেতৃত্ব দেবার দক্ষতা বৃদ্ধি করা।
  • উদ্যোক্তার ধারনাকে পুঁজি করে তরুণ সমাজের ক্ষমতায়ন সাধনের মাধ্যমে তাদের মাঝে বেকারত্বের ফলে সৃষ্ট নৈরাশা মোচন করা।
  • তরুণ সমাজকে সামাজিকভাবে সচেতন করে তোলা।
  • ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার সমমনস্ক ছাত্রছাত্রীদের মাঝে বিশ্লেষণাত্বক আলোচনার যোগসূত্র স্থাপন করা।
ভিশন
  • সহিংস উগ্রবাদ এবং চরম্পন্থা নির্মূলের লক্ষ্যে, সৃজনশীল কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
আমাদের অবস্থান